পিরোজপুর প্রতিনিধিঃ মাদার তেরেসা গোল্ড এ্যাওয়ার্ড- ২০২২ সন্মাননা পেলেন পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর কেসি টেকনিক্যাল এ্যন্ড বিএম কলেজের সহকারী অধ্যাপক এম এ কাইউম জোমাদ্দার। এমএ কাইউম জোমাদ্দার কেসি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর সহকারী অধ্যক্ষ আর হাতে গড়া অসংখ্য ছাত্র-ছাত্রী বাংলাদেশের বিভিন্ন সরকারি চাকরি করেন। তার পিতা রুহুল আমিন জমাদ্দার ও ছিলেন একজন গুণী শিক্ষক । তার স্ত্রী নাজমা আক্তারও পেশায় একজন শিক্ষক । এমএ কাইউম জোমাদ্দার ইন্দুরকানী উপজেলা এক স্বনামধন্য পরিবারে জন্ম গ্রহণ করেন। অসহায় দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের কাছে তিনি মানবিক স্যার হিসেবে পরিচিত।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.