সময়ের নিউজ ডেস্কঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ সময়ের তরুণ কণ্ঠশিল্পী ফারদিন। গানের পাশাপাশি বেশ কয়েকটি ছবিতেও করেছেন অভিনয়। কিন্তু সকলেই তাকে সংগীতশিল্পী হিসেবে বেশি চেনে। এবার এই তরুণ শিল্পী ভারতের জনপ্রিয় পাঁচটি গান নিয়ে করেছেন মেশাপ গান, গানটির মিউজিক ফিউচারিং করছেন আরেক জনপ্রিয় শিল্পী শাওন গানওয়ালা। ফারদিনের সাথে ডুয়েট করেছেন তরুণ সংগীতশিল্পী এবং স্টেজ মডেল শাজনীন এ বিষয়ে শাজনীন বলেন ফারদিনের গানগুলো ভালো লাগে এবং আমরা একই পরিবারের তাই আমরা একসাথে কাজটি করলাম। এদিকে ফারদীন বলেন এই গানটির সকল স্বত্বাধিকারী কলকাতার জি মিউজিক ও জি বাংলা, আপনারা আমার জন্য দোয়া করবেন সামনে যাতে আরো ভালো কিছু করে আপনাদের উপহার দিতে পারি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.