প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২২, ৩:২৩ অপরাহ্ণ
আখাউড়ায় উপজেলা বিএনপি’র উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সম্প্রতি আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২শত পঞ্চাশ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সমূহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আখাউড়ার বানবাসী অসহায় মানুষেকে এই খাদ্য সহায়তা করা হয়েছে বলে জানান স্থানীয় বিএনপির নেতা কর্মীরা।
এর আগে উপস্থিত জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকা পরিদর্শন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কসবা আখাউড়া আসনে বিএনপি থেকে দলীয় নমিনেশন প্রত্যাশী, বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব, ভূইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান, দানবীর আলহাজ্ব কবির আহাম্মেদ ভূইয়া।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে মনিয়ন্দ ইউনিয়নের শোনলৌহঘর আবু ছায়েদ মিয়া'র বাড়ির সামনে ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত তালিকা ভুক্ত একশ জন বন্যার্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
এসময় জেলা বিএনপির সদস্য বেলাল উদ্দিন সরকার তুহিনের সঞ্চালনায় ও মনিয়ন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম চৌধুরী বিল্লালের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ কালে অন্যান্যদের উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান, জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, আখাউড়া উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন আব্দু, সদস্য সচিব ডাক্তার খুরশেদ আলম, উপজেলা মহিলা দলের সভানেত্রী অন্তরা চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক মোঃ সেলিম ভূইয়া, সদস্য সচিব আক্তার খান, মনিয়ন্দ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন ভুঁইয়া, ইউনিয়ন যুব দলের সভাপতি মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সাবেক সভাপতি মোঃ আক্তার হোসেন, ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ রতন মিয়া সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ সহ অনুষ্ঠানে আরো অনেকেই উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.