প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৬:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২২, ৩:২৯ অপরাহ্ণ
বাগেরহাটে মাসব্যাপী রথযাত্রা মেলা শুরু

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট সদরের লাউপালায় শত বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও মেলা শুরু হয়েছে। শুক্রবার বিকালে লাউপালায় গোপাল জিউর মন্দিরে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। দেশের দ্বিতীয় বৃহত্তম এই রথযাত্রায় অংশ নেয় সনাতন হিন্দু ধর্মের হাজার-হাজার ভক্ত পূণ্যার্থী।
প্রতি বছর আষাঢ় মাসের এই তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। লাউপাল ছাড়াও বাগেরহাট শহরের রাধেশ্যাম মন্দির, গোবিন্দ মন্দির, কচুয়ার শিবপুর ও রামপালের হুড়কায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। লাউপালায় রথযাত্রা উপলক্ষে প্রতিদিন গোপাল জিউর মন্দিরে মন্দিরে গীতা ও ভাগবত পাঠ, রামায়ণ ও পদাবলী কীর্ত্তণ গান ছাড়াও মাসব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। আগামী ৯ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে নয় দিনব্যাপী রথযাত্রার ধর্মীয় অনুষ্ঠান।
লাউপালায় রথযাত্রা উপলক্ষে মাসব্যাপী মেলায় পুতুুল নাচ ও সার্কাসসহ দেশিয় ঐতিহ্যবাহী চারু-কারু ও মৃৎ শিল্পের বাহারি পসারা নিয়ে বসেছেন দোকানীরা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.