ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে সাতজনকে গ্রেফতার করেছেন। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের গ্রেফতারে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৭ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম কাচারীঘাট নির্বাচন অফিসের পিছনে বালুর চর থেকে মাদক ব্যবসায়ী মোঃ সোহেল, মোঃ ইসাকে ৫০ পিচ ইয়াবা ও ৭ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি টীম নগরীর ঢোলাদিয়া তালতলা থেকে মাদক ব্যবসায়ী শহিদুল ইসলামকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, এসআই কমল সরকারের নেতৃত্বে একটি টীম সিরতা এলাকা থেকে চুরি মামলার আসামী মোঃ আল আমিন ও মোঃ রাকিব, এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি টীম চরপাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল গেইটের সামনে থেকে চুরি মামলার আসামী মোঃ মহিউদ্দিনকে এবং এসআই শাহজালাল মোঃ শামীম নামে পরোয়ানাভুক্ত একজনকে গ্রেফতার করে। শুক্রবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.