প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২২, ৬:০৩ পূর্বাহ্ণ
মধ্যনগরে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিচ্ছেন চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার টিটু
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন গ্রামের বানভাসি মানুষের মাঝে চাল বিতরণ করেছে। চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার টিটু প্রধান মন্ত্রী শেখ হাসিনার কতৃক আয়োজিত দেওয়া খাবার বন্যার্ত এলাকার প্রতি পরিবারে ১০ কেজি করে চাল বিতরণ করেছেন। বন্যার্ত পরিবারের মাঝে পর্যায়ক্রমে চাল ও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। শনিবার দুপুরে মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের রাজাপুর,শিব্রামপুর,নিয়ামতপুর,মাছুয়া কান্দা সহ বিভিন্ন গ্রামের বানভাসি ক্ষুধার্ত মানুষের খাবার সহায়তার লক্ষে, ত্রাণ তৎপরতার পাশাপাশি ক্ষতি গ্রস্ত বানভাসি মানুষের বাড়ি ভাঙা ও ঘর ভাঙা গৃহহীন পরিবার গুলোর খুঁজ খবর নিচ্ছেন। সাধারণ জনগণের পাশে থেকে মানবিক উদ্দেশ্যে নিজ অর্থ নিজের সাধ্যমত অসহায় হতদরিদ্র মানুষের হাতে তুলে দিচ্ছেন নগত টাকা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি দুর্গতদের মাঝে উপজেলার বিভিন্ন গ্রামে চাল, ডাল,আলু,লবন,চিনি,সোয়াবিন তেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করে যাচ্ছেন। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক এম এ মান্নান, আওয়ামী লীগের প্রবীন নেতা উপানন্দ সরকার,থানা আওয়ামী লীগের সদস্য মোকাব্বির তালুকদার রুপন, থানা যুবলীগের সদস্য বাবলু বিশ্বাস,ইউপি সদস্য আলী উছমান,মহিলা সংরক্ষিত সদস্য রোকেয়া আক্তার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.