প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৪:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২২, ৫:০৬ অপরাহ্ণ
আখাউড়ায় ১৪মন ওজনের মহারাজ, দাম চাওয়া হচ্ছে ২লক্ষ ৭০ হাজার টাকা।

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইটনা লক্ষিপুর গ্রামের মোঃ জাকির হোসেন মোল্লা, প্রতি বছর কোরবানির ঈদকে কেন্দ্র করে একটি করে বড় গরু লালন পালন করে থাকে, এ বছরও তিনি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে একটি গরু মোটাতাজা করেছেন যা আসন্ন কোরবানি উপলক্ষে বিক্রি করবেন তিনি। ধপদপে সাদা আকৃতির শান্তশিষ্ট এই গরুটির চলনে ও খাবার-দাবারে রয়েছে রাজকীয় ভাব, তাই আদর করে এর নাম দিয়েছে মহারাজ। ঐ এলাকার সর্ব বৃহৎ গরু হিসেবে ইতোমধ্যে এটিকে একনজর দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে অনেকেই ছুটে আসছে।
গরুর মালিক মোঃ জাকির হোসেন জানান, এটি তার নিজের গাভী থেকে উৎপাদিত শাহীওয়াল জাতের ষাঁড় গরু, এর বয়স প্রায় তিন বছর। এটিকে প্রতি দিন একবার স্যাম্পু দিয়ে গোসল করানো হয় এবং তিন বেলা কাচা ঘাস, খড়, ভুষি, খৈল, ভাতের মাড় ও উতকৃষ্ট মানের অন্যান্য দানাদার খাদ্য খাওয়ানো হয়। গরুটি শান্ত সৃষ্ট হওয়ায় বাড়ির মহিলারাই বেশিরভাগ সময় এটির পরিচর্যা করে থাকেন
পরম মমতায় লালন-পালন করা গরুটিকে বিক্রির জন্য দাম চাওয়া হচ্ছে ২লাখ ৭০হাজার টাকা। যদি কোন ক্রেতা গরুটিকে ক্রয় করতে আগ্রহী হন, তাহলে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইটনা লক্ষিপুর গ্রামের মোঃ জাকির হোসেন মোল্লার বাড়িতে যোগাযোগ করতে পারেন, মোবাইলঃ- 01727279793
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.