সময়ের নিউজ ডেস্ক : নগরীর জাকির হোসেন রোডস্থ চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন-এ লিও জেলা ৩১৫-বি৪ বাংলাদেশ-এর সেবাবর্ষ শুরু হয় খতমে কোরআন ও দোয়া মাহফিল এর মধ্য দিয়ে । লিও ক্লাব সভাপতিদের উদ্যোগে “স্বাবলম্বী প্রজেক্ট” এর আওতায় ৪টি সেলাই মেশিন এবং লিও জেলা প্রেসিডেন্ট ইরফান মোস্তফার নিজ উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী সম্পন্ন হয়। লিও জেলা সভাপতি লিও ইরফান মোস্তফা-র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্ণর লায়ন আল সাদাত দোভাষ পিএমজেএফ। তিনি তার বক্তব্যে লিও জেলার উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২য় ভাইস জেলা গভর্ণর লায়ন কোহিনুর কামাল এমজেএফ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ চৌধুরী, জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন আশরাফুল আলম আরজু এমজেএফ, লিও ক্লাবস চেয়ারম্যান লায়ন আনিসুল হক চৌধুরী, লিও ইয়ুথ এক্সচেন্জ চেয়ারম্যান লায়ন নিশাত ইমরান, সদ্য প্রাক্তন লিও ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারম্যান লায়ন মাইন উদ্দিন মাইনু, সদ্য প্রাক্তন লিও জেলা সভাপতি লিও আফিফা ইসলাম, প্রাক্তন সভাপতি লায়ন কামরুল ইসলাম পারভেজ, লায়ন আবু নাসের রনি, লায়ন সাইফুল করিম আরিফ, লায়ন শাহরিয়ার ইকবাল, লিও এইচ এম হাকিম। সেই সাথে আরও উপস্থিত ছিলেন লিও জেলা সহ-সভাপতি আতিক শাহরিয়ার সাদিফ, লিও জেলা সচিব ওমর ফারুক, লিও জেলা কোষাধ্যক্ষ লিও মোঃ শওকত হোসেন, লিও জেলা ৩১৫-বি৪ এর লিও নেতৃবৃন্দ, লিও ক্লাব সভাপতিবৃন্দ এবং লিও সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.