প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২২, ৫:২২ অপরাহ্ণ
সীতাকুণ্ডে ছাত্রলীগ নেতার দখলকৃত ৩০ কোটি টাকা মূল্যের জায়গা উপজেলা প্রশাসনের উদ্ধার

ফারহান সিদ্দিক ,সীতাকুণ্ড: ছাত্রলীগ নেতার দখলে থাকা ২ একর যার মূল্য প্রায় ৩০ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ১ নং ওয়ার্ড কদমরসুল জাহানাবাদ এলাকায় মুন্সী মিয়ার পুত্র এবং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ রমজান আলী কদমরসুল এলাকায় মহাসড়কের পাশে প্রায় দুই একর সড়ক ও জনপথ বিভাগের জায়গা দীর্ঘ বহু বছর ধরে দখল করে সেখানে ৪০ টি দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছিলেন।
গত সোমবার (৪ জুলাই) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন এর নেতৃত্বে ঐ জায়গা উদ্ধারে অভিযান শুরু করে এই সময় জায়গা ভরাটকৃত বালু ও কংকিট প্রধানমন্ত্রী ঘোষিত আশ্রয়ন প্রকল্পে প্রেরণের নিদের্শ দেওয়া হয়।
জানাযায়, ১ নং ওয়ার্ড কদমরসুল জাহানাবাদ এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পশ্চিম পাশের সড়ক ও জনপদ বিভাগের (সওজ) দুই একরের মূল্যবান জায়গা দীর্ঘদিন ধরে দখল করে সেখানে দোকান, ভাড়া ঘর,জাহাজের স্কেরাফ কাটার কাজ, ডিপো বানিয়ে তা ভাড়া দিয়েছিল এছাড়া সেখানে একটি পুকুরও সে ভরাট করেছে এবং শতাধিক সরকারি গাছ কেটে দীর্ঘদিন ধরে তিনি দখলকৃত জায়গায় দোকান, ভাড়া ঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে লাখ টাকা ভাড়া আদায় করছেন। রমজান প্রতি দোকানদারের কাছ থেকে ৩ লাখ টাকা অগ্রিম বাবদ মাসে ৭ হাজার টাকা করে ভাড়া আদায় করতো। অভিযুক্ত রমজান পুরো জায়গাটিতে ট্রাক টার্মিনাল গড়ে তোলার পরিকল্পনা করে এগুতে থাকে।এলাকাবাসী চলাচলের পথ বন্ধকরে রাতারাতি গুন্ডাবাহীনি দিয়ে তৈরি করে দোকানপাঠ এককচত্ব আধিপত্য বিস্তার করে দখল করেছে ছড়া। রাস্তার ইট-বালু তুলে রাতের অধাঁরে লুটেরও অভিযোগ তার বিরুদ্ধে।
এব্যাপারে উপজেলা নিবাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেড শাহাদাত হোসেন বলেন সড়ক ও জনপথ বিভাগের প্রায় ৩০ কোটি টাকা মুল্যের জায়গা দখল করে রমজান আলি নামে এলাকার এক ভূমিদ্যসু সেখানে বেশ কিছু স্থাপনা তৈরী করে ভাড়া দিয়েছে। যারা ঐ জায়গায় ভাড়া নিয়ে দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে তাদেরকে ১০ দিনের সময় দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে সব স্থাপনা সরিয়ে নিবে এরপর পুরো জায়গাটা আমরা সড়ক ও জনপথ বিভাগকে বুঝিয়ে দেবো।
এই সময় এলাকাবাসী আব্দুল আলিম বলেন আমরা ছোট থেকে দেখে আসছি এখানে পুকুর সহ প্রায় শতাধিক গাছ ছিলো কিন্তুু রমজান আলি বেশ কয়েকবছর ধরে এই বিশাল জায়গা দখল করে সেখানে গড়েতুলেছে তার ব্যবসা প্রতিষ্ঠান।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, ইউপি সদস্য আবদুর শুক্কুরসহ সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলি নাজিমুদ্দিন, সাংবাদিকবৃন্দসহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.