এম এ মান্নান বিশেষ প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জামালগঞ্জ সদর ইউনিয়নে বন্যা ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জরুরি ত্রাণ সহায়তা করেছে প্রকল্পে সবুজ জীবিকায়নের অধীনে কারিতাসের সহায়তায় ৩ শতাধিক নারী পুরুষের মাঝে বিতরণ দেওয়া হয়েছে। বুধবার জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের বাস্তবায়নে ও সিআরএস এর সহযোগিতায় নগদ অর্থ, হাইজিন কিট, তেরপল ও রশি বিতরণ অনুষ্টানের সভাপতিত্ব করেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার।
প্রধান অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ। সঞ্চালনায় কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চল জুনিয়র কর্মসুচী কর্মকর্তা আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিআরএস এর প্রজেক্ট ম্যানেজার নাসির উদ্দিন, কারিতাস বাংলাদেশ সিলট অঞ্চল আঞ্চলিক পরিচালক বনিফাস খংলা, কারিতাস সিনিয়র হিসাব রক্ষক গৌতম ম্রং, কেন্দ্রীয় অফিসের সিনিয়র কর্মসুচী কর্মকর্তা আইরিন মুর্মূ, পিওডিএম ডানিয়েল ধৃতু স্নাল, চার্চ এর পরোহিত ফাদার জনি, কারিতাসের জামালগঞ্জ ম্যানেজার ডেন্সিল পডুয়েং, মাঠ সহায়ক সারোয়ার আলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। বক্তারা জানান ৩শত পরিবারে প্রতি জনকে ৬ হাজার ২শত ৪০ টাকা করে মোট ১৮ লক্ষ ৭২ হাজার টাকার ত্রাণ সহায়তা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.