প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২২, ৩:১৫ অপরাহ্ণ
স্বপ্নযাত্রী মহানগর শাখার উদ্যোগে চট্টগ্রামে যাত্রা শুরু করল ব্যতিক্রমী “স্বপ্নযাত্রী অবসর পাঠাগার-৩”

সময়ের নিউজ ডেস্ক : উদ্ভোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর রাজস্ব কর্মকর্তা (সিঃ সহকারী সচিব) জনাব সৈয়দ শামসুল তাবরীজ এবং বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্ব ও পাঠকপ্রিয় লেখক জনাব তানভীর শাহরিয়ার রিমন
যাত্রা পথে অপেক্ষমান সময়টুকু অত্যন্ত বিরক্তিকর হয়ে থাকে, সেই অবসর সময়কে কাজে লাগানোর জন্য গরিবুল্লা শাহ্ মাজারস্থ সৌদিয়া এসি বাস কাউন্টারে আজ আনুষ্টানিক উদ্বোধন এর মাধ্যমে যাত্রা হল এই অবসর পাঠাগার।

উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক সাফায়েত রায়হান শিহাব, মোঃ জাহেদ আলম, পারভেজ হাবিব, রিদুয়ান মোস্তফা ছোটন, মোঃ শাহেদ আলম, জয় শীল অঙ্কিত, ইমতিয়াজ উদ্দিন জিল্লু, ফজলুল করিম, নুসরাত জাহান সানি, প্রমা তাহের, সাইদুন্নিছা তোফা, আবু হানিফ নোমান, মেহাম্মদ শাওন প্রমুখ।
উদ্বোধক জনাব সৈয়দ শামসুল তাবরীজ বলেন, বর্তমানে তরুণ সমাজ বইবিমুখী। এই সময়ে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন এর এমন উদ্যোগকে স্বাগত জানাই। তাদের এমন উদ্যোগ আমাদের তরুণ সমাজকে বইমুখী করবে। তারা ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এমন আয়োজন করবে বলে আশা রাখি।
তানভীর শাহরিয়ার রিমন বলেন, যুব সমাজকে মাদকমুক্ত ও মোবাইল আসক্তি মুক্ত করতে স্বপ্নযাত্রী'র ব্যতিক্রম এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.