স্থানীয়রা জানান, মাটির পুকুরে গলদার রেণু (পিএল) উৎপাদন উদ্যোগটি অত্র এলাকার চাষিদের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে। এর ফলে চাষিদের হ্যাচারী বা নদীর পোনার উপর নির্ভরশীলতা কমে আসবে। চাষিরা তাদের নিজেদের প্রয়োজনীয় পিএল (রেণু) নিজস্ব ঘেরে বা পুকুরে উৎপাদন করতে পারবে এবং রেণু প্রাপ্তিতে যে দুর্ভোগ হতো তার লাঘব হবে। চোরাই পথে ভারত থেকে আসা নিম্নমানের গলদার রেণুর আধিক্য কমবে। উপযুক্ত পরিবেশে এই নতুন প্রযুক্তি সারা বছর ব্যবহার করা যাবে। ফলে গলদার উৎপাদন ও রপ্তানি বাড়বে বিশ্ববাজারে। সেই সাথে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃৃদ্ধিশালী হবে এবং বেকারত্ব কমবে।
মাটির পুকুরে গলদার রেণু উৎপাদন সম্পর্কে উদ্যোক্তা অপু মন্ডল জানান, প্রথমে লাভ বেশি হওয়ায় বিগত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে চলতি বছরে টানা ২ মাসের পরিশ্রমের ফলাফল সন্তোষজনক। সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) থেকে একটি প্রশিক্ষণ নিয়ে ৪ শতাংশ মাটির পুকুরে গলদার রেণু উৎপাদন শুরু করেছিলাম। তারই ধারাবাহিকতায় এ বছরও উৎপাদন প্রক্রিয়া চলমান রাখতে সম্প্রতি মাটির পুকুরে ডিমওয়ালা মা গলদা চিংড়ি মজুদ করেছি। এর ৩৪ দিন পর গলদার পিএল (রেণু) সনাক্ত করা হবে। সম্প্রতি আমার পুকুরে ৪০-৫০ হাজার গলদার পিএল (রেণু) উৎপাদন সম্ভাবপর হবে। সকলের সহযোগিতায় এই ইতিবাচক ফলাফলের জন্য পিকেএসএফ ও সাসসহ টিমের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.