সরাইলের ধরন্তী থ্রি স্টার রিসোর্টে বিনোদন প্রেমীদের মিলনমেলা 

মো. তাসলিম উদ্দিন, সরাইল ( ব্রাহ্মণবাড়িয়া) :  এদেশে রয়েছে উঁচুনিচু পাহাড়, সুনীল সাগর, অবারিত মাঠ, সুবিস্তৃত সুনীল আকাশ-যা এক অপূর্ব চিত্তহারী সৌন্দর্যের সৃষ্টি করেছে। নদীবিধৌত সরস ভূমি বলেই হয়তাে এখানে অনায়াসে অসংখ্য বৃক্ষ জন্মে-যা সবুজের সমারােহ সৃষ্টি করে। সরাইল উপজেলা ইতিমধ্যে কোন বিনোদন স্পট না থাকলেও।কালিকচ্ছ আকাশী বিলের মিনি কক্সবাজার নামে খ্যাত যা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার উত্তর জনপদের মৎস্য ও শষ্য ভান্ডার খ্যাত সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের আকাশী বিল ধরন্তী এলাকায় সরাইল- লাখাই ও নাসিরনগর সড়কের পুর্ব পাশে নবনির্মিত” থ্রি স্টার রিসোর্ট” মিনি কক্সবাজারে এই ঈদে বিনোদন প্রেমীদের নতুন স্পটে পরিণত হয়েছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গত রোববার  বিকেলে ও আজ সোমবার বিকেলে উৎসব মুখোর ছিল এই এ সড়কে। ঈদের দিন নানা ব্যস্ততার কারণে যারা ঘুরতে বের হতে পারেননি, তারাও আজ বেরিয়েছেন। ঈদকে সামনে রেখে গত ৬ জুলাই আনুষ্ঠানিক ভাবে সরাইলে ধরন্তী পাড় থ্রি স্টার রিসোর্ট” উদ্বোধন করা হয়েছে। উদ্ভোধনের পর থেকে  রিসোর্ট ঘিরে ঐ এলাকায় মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।
১০ জুলাই মুসলমানদের সবচেয়ে বড় ঈদ কুরবানি ঈদ আনন্দে উৎসবে ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ আশপাশের জেলাও উপজেলা থেকে হাজারো বিনোদন প্রেমীরা ভিড় করেছে। আজ ১১ জুলাই  বিকাল হতে কালিকচ্ছ বাজার থেকে ধরন্তী ব্রিজ পর্যন্ত গাড়ির যানজট আর মানুষের তিল পড়ার জায়গা নেই। অনেকে ভিড় সামলাতে না পেরে গাড়ি রেখে পায়ে হেঁটে দেখতে গেছেন সরাইলের মিনি কক্সবাজার খ্যাত নতুনভাবে সেজে উঠা থ্রি  স্টার রিসোর্ট দেখতে। চতুর্দিকেই রয়েছে পানি মধ্যেই সরাইল- লাখাই আঞ্চলিক সড়ক। কবির ভাষায়,পদ্মা যমুনা মধুমতি আর
মেঘনার মালা কন্ঠে পরি, দাঁড়ায়ে রয়েছে সুজলা যে দেশ সেই দেশে বাস আমরা করি।”
সড়কটি প্রতিদিন বিনোদন প্রেমীদের পদচারণা মুখোরিত হয়ে উঠে এ সড়ক। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদের দিন ও পরদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল বিনোদন প্রেমীদের পদচারণায় মুখোরিত এ থ্রি স্টার রিসোর্টে। তাদের মাঝে ছিলনা স্বাস্থ্য বিধির কোন হিসাব নিকাশ। এ বিনোদন স্পটে ভীড় জমান। নতুন বিনোদন স্পট হিসেবে গড়ে উঠে ধরন্তী পাড় থ্রি স্টার রিসোর্ট । এক পর্যায় তরুণ তরুণীদের ভীড় এড়াতে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে থ্রি স্টার রিসোর্ট ছাড়াও আকাশী বিলে রাস্তার  উপড় নির্মিত ব্রিজে ছিল বিনোদন প্রেমীদের উপচে পড়া ভীড়। সরাইল- লাখাই আঞ্চলিক সড়কে পাশে নতুন আধুনিকতার থ্রি স্টার রিসোর্ট ঘুরতে আসা বিনোদন প্রেমী  আহম্মেদ বলেন,ঈদের ছুটিকে নিজেদের মত করে কাটাতে ঘুরতে বের হয়েছি। নতুন থ্রি স্টার রিসোর্টটিতে স-পরিবারে ঘুরে অনেক মজা করলাম।অপর দিকে থ্রি স্টার রিসোর্ট কাঠের সেতুর উপরে প্রবাহিত ঠান্ডা বাতাস ও হালকা খাবার আমাদের দারুণ প্রিয়। তিনি আরো বলেন,কর্মজীবনে অন্য সময় ব্যস্ত থাকায় পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসে আমাদের অনেক ভালো লাগছে।
আজ সোমবার বিকালে থ্রি স্টার রিসোর্ট এর মালিক জিহাদও আলী নেওয়াজ বলেন, ঈদের দিন ও আজ মানুষের প্রচণ্ড ভিড়। খাবারের বিষয় বলতে গিয়ে তিনি বলেন,দেশী ও চাইনিজসহ বিভিন্ন খাবারের সুব্যবস্থা রয়েছে। এখানে আটটি স্টলে বিভিন্ন রকমের খাবার আছে।আপাতত এই পর্যন্ত কাজ শেষ হয়েছে তবে কিছুটা কাজ বাকি রয়েছে আমরা আস্তে আস্তে কাজ করতেছি। আমরা তিনজন পার্টনার  মিলে উদ্যোগ নিয়েছি।তবে মানুষের সারা যথেষ্ট পরিমাণ রয়েছে। আমরা সরাইলের এ এলাকায়  নতুনত্ব ভাবে আধুনিকতার ছোঁয়ায় বিনোদন প্রেমীদের চাহিদা মোতাবেক করতে চেষ্টা করছি। ভ্রমণ প্রেমীরা স পরিবার নিয়ে এখানে আসার  সুব্যবস্থা করেছি।উল্লেখ্য তাকে যে, সরাইল উপজেলার ধরন্তি এলাকায় কালিকচ্ছ বিল প্রাকৃতির এক সুন্দর রূপে গেরা। যাকে সরাইলের মানুষ মিনি কক্সবাজার বলে জানে। আকাশী বিলে প্রকৃতির সৌন্দর্যের সাথে দুই দিকের পানির ঢেউ সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য দেখা যায়। যা দর্শনার্থী মনকে মনমুগ্ধকরে।