
সীতাকুণ্ড প্রতিনিধি: অন্তঃসত্ত্বা এক নারীকে হাঁতুরি দিয়ে পেঠানোর অভিযোগে ৪ জন কে আসামি করে সীতাকুণ্ড থানায় মামালা। চট্রগ্রামের সীতাকুণ্ড থানাধীন ৪ নং মুরাদপুর ইউনিয়নের ৭ নং ওর্য়াড পেশকার পাড়ায় এক পরিবারের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে হাঁতুড়ি দিয়ে পেটানোর অভিযোগে পেনাল কোড ১৪৩/৪৪৭/৪৪৮/৩০৭/৩২৩/৩২৫/৩২৬/৪২৭/৩৭৯ ও ৫০৬ ধারায় মামলা হয়, মামলা নং ১৮। গত ০৫ জানুয়ারি রাত অনুমানিক ১১ টার দিকে এই ঘটনা ঘটে। জানা যায় মোহাম্মদ আমিনুল ইসলামে পরিবারে সাথে কথা কাটাকটির একপর্যায় হাতুড়ি ও লোহার রড দিয়ে রাবেয়া বেগম(২২) কে ঘরে ডুকে এলোপাতারি পেটাতে থাকে মো : আমিনুল ইসলাম(৩২) ও তার বড় ভাই সাইফুল ইসলাম (৩৫) , অন্তঃসত্ত্বা নারীকে রক্ষাকরতে গেলে বেড়াতে আসা তার ননদ হালিমা আক্তার(২৫) তাকেও এক পর্যায়ে মেরে হাতভেঙ্গে দেয় বলে মামলার এজাহারে উল্লেখিত। এই বিষয়ে মোহাম্মদ আলি বাদী হয়ে গত ০৬/০১/২০২২ তারিখে মোঃ আমিনুল ইসলাম কে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে একটি মামালা করে ।
উক্ত মামলার ২য় আসামি মোঃ সাইফুল ইসলাম,৩য় আসামি মোঃ আবুল কালাম আজাদ ৪র্থ আসামি হাছিনা বেগমের নাম উল্লেখ করা হয়। মামলা বাদী মোহাম্মদ আলি বলেন বেশকিছুদিন ধরে তাদের সাথে আমাদের জায়গাজমি নিয়ে বিরোধ চলছিলো এই বিষয়ে জেলা জজ আদালতে ৭৪/১৯ একটি মামলা চলমান। বিভিন্ন সময় তারা আমাদের মামলা-হামলা দিয়ে হয়রানি করে আসছে।আমার অন্তঃসত্ত্বা স্ত্রীর ও বোনের উপর হামলা করে তাকে হাঁতুরি দিয়ে পেটায় এবং তলপেটে লাথি দেয়। খবর পেয়ে আমি এসে দেখি দুইজনেই মূর্মূষ অবস্হায় পড়ে আছে পরে স্হানীয়দের সহায়তায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চমেকে নিয়ে যেতে বলেন। তারা প্রতিনিয়ত হুমকিধমকি দিয়ে আসছে এমন অবস্হায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতাই ভূগছি। তারা মূলত পূর্বপরিকল্পিত ভাবে আমার পরিবারের উপর হত্যার উদ্দেশ্য হামলা করেছিলো, আমি এর সুষ্টবিচার চাই। জানতে চাইলে ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আলাউদ্দিন (সালাউদ্দিন) বলেন বিষয়টি আমি অবগত আছি। তাদের মধ্যে জায়গাজমি নিয়ে বেশকিছুদিনধরে বিরোধ চলছিলো। বিষয়টি এখন আর আমাদের হাতে নেই। ইতিমধ্যে একটি মামলা হয়েছে শুনেছি সুতারাং এটি এখন আদালতের বিষয়। এই বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি পাপেল রায় এর কাছে যানতে চাইলে তিনি বলেন, মামলাটি এখন তদন্তধীন রয়েছে।অভি্যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টাচলছে।