
বাদল রায় স্বাধীন: “মঙ্গল আলোয় আলোকিত হইক মানব জীবন” এই শ্লােগানকে বুকে ধারন করে এগিয়ে যাওয়া সংগঠন শারদাঞ্জলী ফোরাম।উক্ত ফোরামের অঙ্গ ও সহযোগী সংগঠন মাতৃ শক্তি ইউনিট।যা নারী সংগঠকদের খুঁজে বের করে ও সংগঠিত করে নারী জাগরন সৃষ্টি সহ মানবিক, সামাজিক ও ধর্মীয় যে কোন কাজে সহযোগিতার হাত বাড়াবে,অংশ নেবে বিভিন্ন উন্নয়ন কাজেও,এক কথায় ধর্মীয় ও মানবিক কাজে সহযোগিতা করার পাশাপাশি নিজেদের মুল স্রোতধারায় সম্পৃক্ত করবে তারা।গতকাল সন্দ্বীপ উপজেলা মাতৃশক্তি ইউনিটকে আরো শক্তিশালী ও বেগবান করতে শারদাঞ্জলী ফোরামের প্রথম সারির কয়েকজন নেতৃবৃন্দের সাথে তাদের এক পরামর্শ মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সন্দ্বীপ উপজেলা পূজা উদযাপন পরিষদ ভবনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শারদাঞ্জলী ফোরাম সন্দ্বীপ উপজেলা কমিটির সভাপতি রবি মজুুমদার, সাধারন সম্পাদক বাদল রায় স্বাধীন, সহ-সভাপতি ডাঃ মৃদুল দাস,সহ-সভাপতি সন্জীব দাস, সাংগঠনিক সম্পাদক ডাঃ দুলাল চন্দ্র শীল, সহ-সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ কুমার দাস, মাতৃশক্তি ইউনিটের আহব্বায়ক রপনা রানী পাল, সদস্য সচিব বৃষ্টি দাস,সদস্য বিনা রানী রায়, দয়াময় মজুমদার,, পমি রানী দাস,রিতা রানী দাস,আখি রানী দাস প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন মাতৃশক্তি ইউনিট ভালো ভাবে সংগঠিত না হলেও বিগত কয়েকটি অনুষ্ঠানে তারা তাদের অনেক সৃজনশীল কর্মকান্ড দেখিয়ে সকলকে আকৃষ্ট করেছে।তাদের বর্নাঢ্য সাজে উপস্থিতি সে সমস্ত প্রোগামে আলাদা একটা আবহ তৈরি করেছে। যা অন্যান্য নারীদের অনুপ্রেরনা যোগাতে সমর্থ হয়েছে। তাই দিন দিন নতুন সদস্য তৈরি হচ্ছে, আগ্রহী হচ্ছে অনেক নারীরা। এজন্য তাদের আরো ভালো ভাবে সাংগঠনিক ভিত তৈরি করতে হবে। অতএব আগামী এক মাসের মধ্যে একটি পুর্নাঙ্গ কমিটি গঠন এবং জন্মাষ্টমী উপলক্ষে কর্মসুচী নির্ধারন করতে ৫ সদস্য বিশিষ্ট একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।