প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২২, ৫:৪৫ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন ড. কাজী এরতেজা হাসান

সাতক্ষীরা, প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন ড.কাজী এরতেজা হাসান, সিআইপি। তিনি কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপকমিটি সদস্য, দৈনিক ভোরের পাতা, ডেইলি পিপলস্ টাইম এর সম্পাদক ও প্রকাশক এবং এফবিসিসিআই এর পরিচালক।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে ফজলুল হক শারীরিক অসুস্থ থাকায় চিকিৎসা নিতে দেশের বাইরে যাওয়ার কারণে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. কাজী এরতেজা হাসান কে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করেন।
এদিকে, দায়িত্ব পেয়ে বিকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজার জিয়ারত, শ্রদ্ধা নিবেদন, দোয়া মোনাজাত ও মন্তব্যে খাতায় স্বাক্ষর করেছেন ড.কাজী এরতেজা হাসান, সিআইপিসহ নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.