বাদল রায় স্বাধীন , সন্দ্বীপ: সন্দ্বীপের গন মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সন্দ্বীপ অধিকার আন্দোলন নামের একটি সংগঠন। উক্ত সংগঠন বিভিন্ন সময়ে সামনে আসা জনস্বার্থ সংশ্লিষ্ট সম সাময়িক ইস্যু নিয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভুমিকা পালন করে।গতকাল ১৪জুলাই বিকেল ৫টায় স্থানীয় নোঙ্গর রেস্টুরেন্টে সংগঠনের কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি।সভায় সংগঠনটির আগামী কার্যক্রম কেমন হবে তা নিয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন সংগঠনের ২ জন উপদেষ্টা যথাক্রমে ডাকসুর সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক নুরুল আকতার ও সন্দ্বীপ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কবি ও সাংবাদিক বাদল রায় স্বাধীন।সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পুষ্পেন্দু মজুমদার।
এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি কাজী সাঈদ,সহ-সভাপতি আবছার খান,আইন বিষয়ক সম্পাদক শাফায়েত শিমুল সহ কার্যকরী কমিটির সদস্য সাব্বির খান,সাদ্দাম হোসেন,কেফায়েত উল্লাহ মাসুম,মুরাদ খান প্রমুখ। বক্তারা সন্দ্বীপবাসীর যে কোন সমস্যা লাঘব ও উন্নয়নের প্রয়োজনে ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। প্রসঙ্গত ২০১৭ সালে সন্দ্বীপ অধিকার আন্দোলন সন্দ্বীপের বিভিন্ন অনিয়ম ও অধিকার নিয়ে কাজ শুরু করে। বিশেষ করে ২০১৭ সালের ২রা এপ্রিল লালবোট ডুবিতে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি,৬০মৌজার সীমানা নির্ধারনের দাবিতে মানববন্ধন ও পথসভা সহ সন্দ্বীপের ঘাট সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়ম নিয়ে আন্দোলন সংগ্রাম করে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.