বিশেষ প্রতিনিধিঃ উত্তর চট্টলার ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় হাটহাজারী উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের ৯২/৯৩ ব্যাচ নিয়ে গঠিত (বন্ধন) এর পুনর্মিলনী ও স্বজন সম্মিলন-২০২২ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৫ জুলাই মির্জাপুর চারিয়া জনতা কনভেনশন সেন্টারে আহবায়কের সুচনা বক্তব্যের মাধ্যমে শুরু হয়ে সকাল ১০ টা থেকে পাঁচটা পর্যন্ত এই পুনমির্লনী অনুষ্টান অনুষ্ঠিত হয়।
সদস্য সচিব আবু করিম এবং নিবেদিতা রায় এর সঞ্চালনায় ও আহ্বায়ক মুহাম্মদ মির্জা সাইফুদ্দিন ছুট্টু'র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জাপুর উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষকদের একাংশ। অনুষ্টানে মির্জাপুর উচ্চ বিদ্যালয় এর ৯২/৯৩ ব্যাচ(বন্ধন) এর প্রাক্তন ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন এ সময় তারা বলেন আমাদের অনেক প্রাত্তন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন সেই শিক্ষক- শিক্ষিকারা হলেন জাতির বিবেক। তাদের আর্থিকভাবে সাহায্য করা এবং সাধারণ মানুষের পাশে থেকে মানবতার পরিচয় দেওয়া আমাদের মূল লক্ষ্য। দ্বিতীয় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আহবায়ক মুহাম্মদ মির্জা সাইফুদ্দিন ছুট্টু'র সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.