সময়ের নিউজ ডেস্ক : নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের ৩৬তম বর্ষপূর্তি। আজ রবিবার (১৭ জুলাই) বেলা ১২ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে বর্ষপূর্তির আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। তিনি বলেন, ফটো সাংবাদিকরা সবসময় ঝুঁকি নিয়ে ছবি তুলে সত্য ঘটনা জনগণের কাছে তুলে ধরেন। শতভাগ নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করলেও তারা তাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা থেকে বঞ্চিত হন। তাদের প্রাতিষ্ঠানিক মর্যাদা ও অধিকার আদায়ে ঐকবদ্ধ থাকতে হবে। চট্টগ্রামকে পুরো বিশ্বের কাছে তুলে ধরতে ফটো সাংবাদিকদের বিকল্প নেই। দেশ-বিদেশে প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামকে বিশ্বের কাছে তুলে ধরেছে চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশন। যা আমাদের সকলের কাছে গর্বের। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এটিকে আরো এগিয়ে নিতে হবে।
সংগঠনের সভাপতি রাশেদ মাহমুদের সভাপতিত্বে অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, বিএফইউজে’র সহ-সভাপতি শহীদুল আলম, চট্টগ্রাম
সাংবাদিক ইউনিয়ন-সিইউজে’র সভাপতি মোহাম্মদ আলী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মো. রেজা, যুগ্ম সম্পাদক
নজরুল ইসলাম, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, রিয়াজ হায়দার চৌধুরী, বিএফইউজে’র সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, তপন চক্রবর্তী, মুক্তিযোদ্ধা সাংবাদিক দেবপ্রসাদ দাশ দেবু,
সিইউজে’র যুগ্ম সম্পাদক সবুর শুভ, চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, প্রেসক্লাবের নির্বাহী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক প্রমুখ। চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের ৩৬তম বর্ষপূতি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী, পরিচালনা করেন যুগ্ম সম্পাদক নিপুল কুমার দে। আলোচনা সভা শেষে অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ কেক কেটে বর্ষপূর্তির উৎসব উদযাপন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.