
নিজস্ব প্রতিনিধি: সোনাগাজীতে নেশার টাকা না দেয়ায় মাকে গলা কেটে হত্যা করেছে ছেলে। রোববার উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় নির্মম এ হত্যাকাণ্ডটি ঘটে। স্থানীয়রা জানায়, কলাবাগানের মরহুম সাহাবুদ্দিনের মাদকাসক্ত ছেলে নুর করিম রাসেল (৩২) তার মা আমেনা বেগম (৫৭)-এর কাছে নেশা করার জন্য টাকা চায়। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে নুর করিম তার গলায় দা দিয়ে কোপ মারে। এতে ঘাড় থেকে মাথা আলাদা হয়ে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। নুর করিম রাসেল আগে থেকেই এলাকার মাদকাসক্ত ছিল বলেও জানা গেছে। সে মাঝেমধ্যেই নেশার টাকা চেয়ে তার মাকে জালাতন করতো। মাকে হত্যার পর পালানোর চেষ্টা করে ওই যুবক। কিন্তু এলাকাবাসী তাকে আটক করে সোনাগাজী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই আবদুল হাদী ভাগ্নে রাসেলকে আসামি করে মামলা করেছেন।