প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৬:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২২, ৭:০১ পূর্বাহ্ণ
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারে ত্রিশ হাজার টাকা জরিমানা

ফারহান সিদ্দিকি সীতাকুণ্ড:- চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলা মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোষ্ট- গার্ড এর যৌথ উদ্যোগে সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন বৃদ্ধির জন্য সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরনের ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সকল প্রকার মৎস্য নৌযান দ্বারা মৎস্য আহরন নিষিদ্ধ বাস্তবায়নে ১৭ জুলাই সন্দ্বীপ চ্যানেল সংলগ্ন বাঁশবাড়িয়া থেকে আনুমানিক ৭০ কেজি মাছ জব্দ করা হয়,জব্দকৃত মাছের ৩০ কেজি ৬ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয় এবং ৪০ কেজি মাছ এতিমখানায় বিতরণ করা হয়। সামুদ্রিক মৎস্য আইনের আওতায় ৬ জন বোর্ট মালিক কে মোট ৩০,০০০ টাকা জরিমানা করা হয় যার মধ্যে খোকন, ৫০০০,টিংকু ৫০০০, প্রদিপ ৫০০০,মনমোহন ৫০০০ বিনয় ৫০০০,রাজু ৫০০০।
অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ কামাল উদ্দীন চৌধুরী,কুমিরা নৌ -পুলিশ এর ওসি জনাব মোঃ একরাম উল্লাহ বাংলাদেশ কোষ্ট-গার্ড(ভাটিয়ারী) কন্টিনজেন্ট কমান্ডার জনাব মোকলেসুর রহমান, নৌ-পুলিশ কুমিরার এস আই জনাব মোঃ হালিম এবং ইনুমেরেটর রাসেল দাশ,জাফর সহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.