ড.বশির আহমেদ কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ইউনুছ শিকদার, কলেজ ঘুরে: নোয়াখালীর গর্বিত সন্তান স্বাধীন বাংলার জয় বাংলা স্লোগানের বিজয়ী রীটকারী ডক্টর বশির আহমেদ এর প্রতিষ্ঠিত কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সদর উপজেলার ভাটির টেক চৌমুহনী বাজারের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত ড. বশির আহমেদ কলেজে ২০২১-২২ সেশনের ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে কলেজ কর্তৃপক্ষ ফুল দিয়ে বরণ করার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

নবীন বরণ-২০২২ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,কলেজ পরিচালনা কমিটির সদস্য, ব্যারিস্টার শাহীন মিরাজ চৌধুরী ও সঞ্চালনা করেন,প্রভাষক আন্জুমান আরা বেগম। নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র কলেজের প্রতিষ্ঠাতা এবং জয় বাংলা স্লোগানের বিজয়ী রীটকারী নোয়াখালীর গর্বিত সন্তান ড বশির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট গিয়াস উদ্দিন,ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ। একভোকেট শেখ সিরাজ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ। নুরুল আমিন বাবু, সাধারণ সম্পাদক, নিউইয়র্ক আওয়ামী লীগ, নাছির উদ্দিন গভর্নিং বডি সদস্য, অধ্যক্ষ নজরুল ইসলাম।

এছাড়া ও উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক শিক্ষিকা, বাজার ব্যবসায়ী,পাশের স্কুলের শিক্ষক শিক্ষিকাসহ এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যাক্তিবর্গ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদেরকে পড়ালেখার প্রতি গভীর মনোযোগী হতে উপদেশ দেন, যাতে তারা শিক্ষিত সু নাগরিক হয়ে দেশ মাতৃকার সেবক হতে পারে।তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে ইতিমধ্যে আমরা আমাদের টাকায় পদ্মা সেতু ও বঙ্গবন্ধু টানেল নির্মাণ করতে সক্ষম হয়েছি।তিনি আরও বলেন,জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বাংলাদেশ আওয়ামীলীগের বিকল্প নেই। অনুষ্ঠানে কলেজের নবীন ছাত্রছাত্রীরা জয় বাংলা সংগীত পৰিবেশন করেন।