
বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ : সন্দ্বীপ উপজেলা আওয়ামীলিগের সংগ্রামী সভাপতি ও সন্দ্বীপ উপজেলা পরিষদের সন্মানীত চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ ও জননেতা মরহুম আলহাজ্ব মাষ্টার মোঃ শাহজাহান বিএ এর শোক সভা অনুষ্ঠিত হয়েছে গভীর শ্রদ্ধার সহিত।শোকসভায় বিভিন্ন প্রান্ত থেকে সকল বয়সী নেতা কর্মী মিছিল নিয়ে এসে শোক সভাকে বিশাল জনসভাতে রুপান্তরিত করে। শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন সন্দ্বীপ ছিলো আওয়ামীলিগের প্রতিকুলে। সন্দ্বীপে আওয়ামীলিগের সংসদীয় আসন উদ্ধার করা ছিলো খুবই কঠিন বিষয়। মরহুম মাষ্টার শাহজাহান সেটিকে উদ্ধার করতে অনুভব করেছিলেন দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়াতে হবে। তাই দ্বীপবন্ধুকে তিনি হাত ধরে আওয়ামীলিগের রাজনীতিতে এনে আসনটি নিশ্চিত করেছেন। ওনার দুরদর্শী রাজনৈতিক প্রজ্ঞায় সেটি করতে পেরেছিলেন বলে আজ দীর্ঘ দিন ধরে এটি আওয়ামীলিগের ঘাটিতে পরিনত হয়েছে। তাই ওনার মতো নেতার শুন্যস্থান পুরন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শোক সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম ও সাধারন সম্পাদক আতাউর রহমান আতা, স্থানীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,মেয়র মোক্তাদের মাওলা সেলিম, যুক্তরাষ্ট্র ব্রুকলীন আওয়ামীলিগের সভাপতি নুরুল ইসলাম নজরুল।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলিগ নেতা এসএম আনোয়ার হোসেন,লায়ন মিজানুর রহমান, মশিউর রহমান বেলাল,মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম সহ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
পড়েছেনঃ ১০৬