রৌমারীতে অবহিতকরণ সভা

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৯ ফেব্রয়ারি) বেলা ১২ টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসাদুজ্জামান এর সভাপতিত্বে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মুল, অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষে সোমবার ২০ ফেব্রয়ারী সারা দেশের ন্যায় রৌমারীতে ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা থেকে একটানা বিকাল ৪ টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১ টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ৫ বছর বয়স পর্যন্ত যেহেতু শিশুদের ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ানো যায় না তাই এ সময়টাতে সম্পুরক ভিটামিন হিসেবে এ
ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকে। এতে করে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরী হয়। রৌমারী উপজেলায় ৬টি ইউনিয়নে মোট ১৪৪টি ও অতিরিক্ত ১টি অস্থায়ী ক্যাম্পেইন করা হবে। এতে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৭৮০ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৪ হাজার ৪৬১ জন শিশুকে ৪৩২ জন সেচ্চা সেবক ও ৮ জন স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এসময় সভায় উপস্থিত ছিলেন, ইউনিসেফ প্রতিনিধি মনিটরিং কর্মকর্তা ওসমান গণী, মেডিকেল অফিসার ডাক্তার তাহসিন ফেরদৌস, এইচ আই (ইনচার্জ) আব্দুল আউয়াল, পরিসংখ্যান জিনাত ফাতেমা, টিএনসিএ ফয়জার রহমান, এমপিইপিআই মহিবুল আলম, এএইচআই আব্দুল লতিফ, প্রধান অফিস সহকারী আব্দুস সাত্তার, সাংবাদিক মাসুদ পারভেজ রুবেল, লিটন সরকারসহ আরও অনেকে।