ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা।

বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আইভিএসির ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে।

ভিসা আবেদনকেন্দ্রগুলোর কার্যক্রম বন্ধ রাখার জন্য বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতিকে কারণ হিসেবে দেখানো হয়েছে।

নোটিশে বলা হয়, ভিসা আবেদনের পরবর্তী তারিখ এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে পরবর্তী কার্যদিবসে পাসপোর্ট সংগ্রহ করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

সুত্র :The Daily Star Bangla