
কুড়িগ্রামের রৌমারীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩ তম জন্ম বার্ষিকী উদ্ধসঢ়;যাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৭ জন্য দুস্থ নারীকে স্বাবলম্বী করতে
এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী ইমন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)নাহিদ হাসান খানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন.উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, বীর মুক্তিযোদ্ধা ও বন্দবেড় ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, রৌমারী থানার প্রতিনিধি আনছার আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এটিএম হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম, উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক আবু হোরায়রা, দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কাম কেডিট সুপার ভাইজার আনিছুর রহমান প্রধান, অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মুক্তার হোসেন, কিশোর- কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রোমোটার মাসুদ পারভেজ ,সাংবাদিকবৃন্দ,সুবিধা ভোগীসহ আরও অনেকে।