
প্রেস বিজ্ঞপ্তি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামের প্রাণপ্রিয় আশেকে রাসুল আলহাজ্ব হযরত মাওলানা রিয়াজউদ্দিন (রহঃ) এর স্মরণে প্রতিষ্ঠিত ইটনা ‘কুল্লু আল জমা তাহফীজুল কুরআন’ হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী গাউছিয়া দারুল ক্বিরাত প্রশিক্ষণ, ইসলামী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত প্রশিক্ষণার্থীদের বিদায় ও প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক সাহেব। ইটনা শাহী জামে মসজিদের খতিব, মাওলানা ক্বারি ওসমান গনি ফারুকী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সৌদি আরবের নাগরিক এজা তুর্কী সাহেব।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ দুলাল মিয়া’র সার্বিক তত্ত্বাবধানে ও অর্থায়নে পরিচালিত অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী খালেকুজ্জামান আলমগীর ভূইয়া, এতে বিশেষ অতিথি ছিলেন, ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ রফিকুল ইসলাম সবুজ, মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ রতন মোল্লা, সাংবাদিক মোশারফ হোসেন কবির, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ দুলাল মিয়া জানান, এই ধরনের প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন নিয়মিত হয়ে থাকলে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মেধা ও দক্ষতা আরো বেশি বৃদ্ধি পাবে। এছাড়াও দুনিয়া ও আখেরাতের কল্যাণার্থে প্রত্যেক পরিবার থেকে তাদের সন্তানদের দ্বীনি শিক্ষার প্রতি উৎসাহিত হওয়ার আহ্বান জানান। পরে প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।
পড়েছেনঃ ১১৩