আখাউড়া বোরো মৌসুমে সরকারি ধান সংগ্রহ শুরু

প্রেস বিজ্ঞপ্তি :   ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে ধান সংগ্রহ অভিযান শুরু করেছে সরকার। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে ধান সংগ্রহ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন, খাদ্য বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহ অফিসার অংগ্যজাই মারমা। প্রথম দিন চার জন কৃষকের কাছ থেকে ১০ মেঃ টন ধান ক্রয় করা হয়েছে। চলতি বছরে ধান সংগ্রহের জন্য প্রতি কেজি ধানের মুল্য নির্ধারণ করা হয়েছে  ৩০ টাকা যা প্রতি মন ১ হাজার ২০০ টাকায় ক্রয় করবে সরকার। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেঃ টন ধান বিক্রি করতে পারবেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের মাধ্যমে জানা গেছে, ১৬ মে থেকে শুরু হয়ে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত ধান সংগ্রহ অভিযান চলবে। চলতি বছর উপজেলায় ধান সংগহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৬৬ মেঃ টন। যে কোন কৃষকই এই সরকারি মূল্যে ধান বিক্রি করতে পারবেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাউছার সজীব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস কুমার চক্রবতীর্ ও ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোছাঃ নাজমুন্নাহার, উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদ কর্মী সহ আরো অনেকে।