ব্রাহ্মণবাড়িয়ায় ১২৩ রোগী পেলেন ৬২  লাখ টাকার সরকারি সহযোগিতা

ব্রাহ্মণবাড়িয়ায় ১২৩ জন রোগীর মাঝে ৬২ লাখ টাকার সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শুক্রবার সকালে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত অসহায় রোগীর মাঝে এককালীন এসব অনুদান বিতরণ করা হয়।
সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।  সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখ এর সভাপতিত্বে  ও সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. নূরুল মাহমুদ ভুইয়ার সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লোকমান হোসেন, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভুইয়া। বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবদুর রশীদ ভুইয়া ও আল-আমিনুল হক পাভেল।