পেকুয়ায় মালেক মাঝি হত্যা মামলায় বাজার সভাপতিকে জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

কক্সবাজারের পেকুয়ায় আবদুল মালেক প্রকাশ মালেক মাঝি চাঞ্চল্যকর হত্যা মামলায় বণিক সমিতির সভাপতিসহ কিছু নির্দোষ ব্যক্তিকে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে টইটং বাজারের ব্যবসায়ীরা। রবিবার (২৩ জুলাই) বিকেল ৫ টার দিকে উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন টইটংয়ের প্রধান বাণিজ্যিক কেন্দ্র টইটং বাজারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বিপুল ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। (এবিসি) আঞ্চলিক মহাসড়কে জড়ো হয়ে শত শত ব্যবসায়ীরা মালেক মাঝি হত্যাকান্ডে টইটং বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলম প্রকাশ মোহাম্মদ মাঝি ও টইটং ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনজুর আলমসহ নিরাপরাধ ব্যক্তিদের মামলায় জড়ানোর তীব্র প্রতিবাদ জানান।

এ সময় ব্যানার, ফেস্টুনসহ সড়কে অবস্থানরত ব্যবসায়ীরা জানান, মোহাম্মদ মাঝি ষড়যন্ত্রের শিকার। তাকে হয়রানি করতে একটি স্পর্শকাতর ঘটনা ও মামলায় জড়ানো হয়েছে। আমরা আইন ও বিচারের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। সে দিনের হত্যাকান্ডের ঘটনা দেশের সংবাদপত্রে উঠে এসেছে। সাংবাদিকরা এ হত্যাকান্ড নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে। ওই ঘটনার সাথে মোহাম্মদ মাঝি, মনজুর মেম্বারসহ আরো কিছু নিরাপরাধ মানুষকে জড়ানো হয়েছে। তদন্তপূর্বক নিরাপরাধ ব্যক্তিদের এ হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আমরা প্রশাসন, আইন, বিচার বিভাগ ও রাষ্ট্রপক্ষের নিকট বিনয়ের সহিত আহবান জানাচ্ছি।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে টইটং বাজারের ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সেলিম উল্লাহ জানান, এ ধরনের ফাঁসানোর ঘটনায় নাগরিকদের অধিকারের চরম আঘাত বলে আমরা মনে করছি। মালেক মাঝি হত্যাকান্ডের দোষীদের বিরুদ্ধে আমরা শাস্তি চাই। তবে নির্দোষ মানুষ যাতে হয়রানি না হয় সে কথা বলার অধিকার আমরা রাখি।

পল্লী চিকিৎসক ফরিদুল আলম বলেন, আমরা এ মামলা নিয়ে চরম স্তম্ভিত হয়েছি। টইটংয়ের বাইরের মানুষকে আসামী করা হয়েছে। একজন প্রবাসীও মালয়েশিয়া থাকা অবস্থায় আসামী। ব্যবসায়ী নেতা ও শিক্ষানুরাগী শোয়াইব বলেন, আমরা টইটংয়ের মানুষ। আসলে হত্যাকান্ডের বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। আমরা মনে করি একটি পরিবার ছাড়া আর অন্য কোন মানুষ এ ঘটনার সাথে জড়িত নই বলে টইটংবাসী নিশ্চিত হয়েছে। এরপরও প্রশাসন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার আসল রহস্য উদঘাটন করুক আমরা এ প্রত্যাশাটুকু রাখছি।