শহীদ হালিম-লিয়াকত স্মৃতি পরীক্ষায় বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা

শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২২ এর বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২২ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে কোতোয়ালী জোন পরিচালক মুহাম্মদ নুর রায়হান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল গ্রুপ বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ কমর উদ্দিন সবুর।

সংগঠনটির উপ পরিচালক (সার্বিক) মুহাম্মদ আমির হোসেন সোহেল ও উপ-পরিচালক (নিয়ন্ত্রক) মুহাম্মদ মোস্তাফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ইমাম শেরে বাংলা সুন্নী ফাউন্ডেশন চেয়ারম্যান মুহাম্মদ আলী হোসেন আরিফ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক সৈয়দ মোঃ মোখতার উদ্দীন, সাংবাদিক মোঃ নুরুল কবির, মুহাম্মদ মেহরাব হোসেন খান, আলহাজ্ব আবদুস সাত্তার মোল্লা, মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, প্রকৌশলী মুহাম্মদ হাসমত আলী, হেলাল চিশতি, জাবেরুল হক হোছাইনী, শামীম ফাতেমা মুন্নি, মাহমুদ উল্লাহ, আব্দুল মান্নান, রিদুওয়ানুল হক।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া। বিশেষ বক্তা ছিলেন মুহাম্মদ আতিকুর রহমান, মুহাম্মদ শামীমুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিচর্চার মাধ্যমে নৈতিক শিক্ষা সম্ভব। প্রযুক্তির অবক্ষয় থেকে ফিরিয়ে এনে তারুণ্যের শক্তিকে সুশৃঙ্খল দেশ ও জাতি গঠনের কাজে লাগাতে হবে। বক্তারা আরও বলেন, যুবক ও তরুণদের এক বড় অংশই প্রযুক্তির অবক্ষয়ের শিকার। প্রযুক্তির অবক্ষয় থেকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে।

পরে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা স্কুল মাদ্রাসা পর্যায়ের ২য় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ, ক্রেস্ট, ম্যাগাজিনসহ একগুচ্ছ শিক্ষাসামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ ফোরকান কাদেরী, আমির হোসেন, হুমায়ুন কবির, তৌহিদুল ইসলাম, মুহাম্মদ সাঈদ, মুহাম্মদ মহিউদ্দিন সায়েম, সাজ্জাদুর রহমান সাব্বির, ফোরকান আহমেদ, মোতাহের হোসেন, দৌলতুল ইসলাম সাকলাইন, মুহাম্মদ মিরাত হোসেন, আরিফুল ইসলাম ইরফান প্রমুখ।