রায়পুর কচি সংঘের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

ফটিকছড়ির অন্যতম ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন রায়পুর কচি সংঘের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা করা হয়েছে। ২০২৩-২০২৫ ইং দু’বছর মেয়াদী কমিটির সভাপতি হিসেবে আহমেদ জোবায়ের এবং সাধারণ সম্পাদক হিসেবে নুরুল আলম ফাহিম মনোনীত হয়েছেন। আহ্বায়ক বাবু রুপন কুমার নমঃ ও সদস্য সচিব নাসিমূল করিম রাফি এর স্বাক্ষরিত পত্রে কমিটি দু’বছরের জন্য কমিটি অনুমোদিত হয়। ২০ সেপ্টেম্বর সংগঠনের পেইজে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিতভাবে জানা যায়। আগামী ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন পরবর্তী অনুমোদনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

সভাপতি পদে মনোনীত আহমেদ জোবায়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, সংগঠনের গতিশীল সাংগঠনিক কার্যক্রম এবং সকলের ঐক্যবদ্ধতা বজায় রাখার ক্ষেত্রে সকলের মতামত, পরামর্শেরর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো। আমার প্রতি অর্পিত গুরু দায়িত্ব যথাযথ পালনের ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনের উন্নয়নে তিনি আন্তরিক হয়ে কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।

সকলের ঐক্যবদ্ধ শক্তিকে কাজে লাগিয়ে বৃহৎ এলাকার সামাজিক উন্নয়ন বেগবান করার প্রতিশ্রুতি ব্যক্ত করে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নুরুল আলম ফাহিম বলেন, এলাকার প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই সংগঠনের গুরু দায়িত্ব আমার ওপর অর্পিত হয়েছে। বৃহৎ এলাকার সামাজিক উন্নয়ন বেগবান করতে সকলকে নিয়ে দৃঢ়ভাবে কাজ করবো। সংগঠনের সামগ্রিক উন্নয়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য বাংলাদেশ স্বাধীনতার পরবর্তীতে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন রায়পুর কচি সংঘ ধারাবাহিকভাবে সমাজের উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে আসছে। মানবিক কার্যক্রমও বেশ প্রশংসার সহিত পরিচালনা সহ উন্নয়নমূলক কাজে এই সংগঠনের ব্যাপক অবদান রয়েছে।