ভাষা শহীদদের স্মরণে মিরসরাই ছাত্রদলের শ্রদ্ধা

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মিরসরাই উপজেলা ছাত্রদল ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

 

২১ ফেব্রুয়ারি (শুক্রবার) মিরসরাই কেন্দ্রীয় শহীদ মিনারে তারা পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন। এসময় তারা শহীদদের স্মরণে নিরবতা পালন করেন।

 

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, মিরসরাই কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমরান আনোয়ার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু, সালাহ উদ্দিন কাদের, সহ দপ্তর সম্পাদক ইকবাল হোসেন মিঠু, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদুল ইসলাম, মিরসরাই উপজেলা ছাত্রদলের সদস্য শাহদাত হোসেন, আমজাদ হোসেন, ধুম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এমরান হোসেন মেহেদী।

 

আরও উপস্থিত ছিলেন, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তারেক জিয়া, ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক শেখ পলাশ ও সাবেক ছাত্রদল নেতা আমিনুল ইসলাম সাদ্দাম, নাজিম উদ্দিন, মুসলিম উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রদলের সদস্য মোহাম্মদ এমরান, মাসুদ পারভেজ হৃদয় ইব্রাহিম হোসেন, মো. সাকিল, নাজমুল হাসান, নয়ন, শেখ শাহরিয়া, অভি, সোহেল রানা, ফিরোজ, আকিবসহ ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন