
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমবিএ এসোসিয়েশনের খতমে কোরআন, দোয়া মাহফিল ও কৃতী সন্তানদের কে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সাবেক চবিয়ানদের কৃতি সন্তান যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদেরকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও প্রাইজবন্ড দেওয়া হয়।
মোহাম্মদ মাঈন উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্বে করেন আবু সাঈদ চৌধুরীর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর নসরুল কাদের এই সময় তিনি বলেন – অনুষ্ঠানে এসে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। এ ধরনের মিলন মেলার ফলে ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকে। এছাড়াও এই সংগঠন বিভিন্ন সমাজ সেবাইও অবদান রাখছে। আয়োজন কে ধন্যবাদ জানায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আহামেদ সালাউদ্দিন, সিনিয়র সহ সভাপতি আ ন ম ওয়াজেদ আলী, ইসি মেম্বার ওবায়দুর রহমান ফারুকী, সাধারণ সম্পাদক মোতাছেম বিল্লাহ, হাসান মাহমুদ, আসাদ জামান, এডভোকেট তসলিমুল আলম প্রমুখ।
সাবেক চবিয়ানদের অংশ গ্রহণে মুখরিত হয়ে উঠে ইফতার মাহফিল ও চট্টগ্রাম ঐতিহাসিক মেজবান। এক কথায় এটি যেন মিলন মেলায় পরিণত হয়।