বিলোনীয়া কাস্টমস এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গতকাল ১১ মার্চ মঙ্গলবার নগরীর আগ্রাবাদস্থ হোটেল সেন্টমার্টিনে বিলোনীয়া কাস্টমস এজেন্টস্ এসোসিয়েশনের ১০ম বার্ষিক সাধারণ সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোঃ ইকবাল হোসেন সুমন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন লিয়াকত আলী। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত আলী, বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আর্থিক প্রতিবেদন পাঠ করেন অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন সুমন,

এই সময় আরো বক্তব্য রাখেন মোহাম্মদ গিয়াস উদ্দিন ভূঁইয়া, জামাল উদ্দিন বাবলু, আবেদ সাইফুল কালাম, খসরুল আলম আকন, শরিফুল ইসলাম ও আব্দুল মান্নান পাটোয়ারী। জাহাঙ্গীর আলম এর প্রস্তাবনায় ও মোফাজ্জল হোসেন মাহফুজ এর সমর্থনে সর্ব সম্মতিক্রমে মোহাম্মদ গিয়াস উদ্দিন ভূঁইয়া কে নিবার্চন কমিশনের প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট নিবার্চন কমিশন গঠন করা হয়। নিবার্চন কমিশনদের শপথ পাঠ করান ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত আলী। কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও উপদেষ্টা বৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় মোহাম্মদ উল্লাহ হাজারী খোকন, মোঃ সারাফত উল‍্যাহ্ (শিপন), এড. এমরান উদ্দিন স্বপন, এনামুল কবির বাচ্চু ও জাকির হোসেন চৌধুরী। বার্ষিক সাধারণ সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন মোঃ আবুল বাশার, সহকারী পরিচালক শাকিলা সারমিন ও শ্রম কর্মকর্তা মো: গোলাম সহিদ সরোয়ার প্রমূখ।