টানা বৃষ্টিতে প্লাবিত নোয়াখালী, শিক্ষার্থীদের চরম ভোগান্তি।

রাতভর টানা বৃষ্টিতে নোয়াখালীসহ আশপাশের এলাকাগুলোতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অনেক এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এতে ব্যাহত হয়েছে জনজীবন, বিশেষ করে শিক্ষার্থীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

বর্তমানে দেশের চলমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা, মাধ্যমিক পর্যায়ে অর্ধবার্ষিক পরীক্ষা ও এসএসসি প্রস্তুতি পরীক্ষা চলমান। তবে জলাবদ্ধ রাস্তা, যানবাহনের সংকট এবং স্কুল চত্বরে পানি জমে থাকার কারণে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারছে না। কেউ কেউ হেঁটেই কোমরপানি মাড়িয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করছে।

অনেক শিক্ষা প্রতিষ্ঠান পরিস্থিতি বিবেচনায় আজ ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে। শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিশেষজ্ঞদের মতে, খাল-বিল ভরাট, অপরিকল্পিত নগরায়ণ ও ড্রেনেজ ব্যবস্থার ত্রুটির কারণেই জলাবদ্ধতার প্রকোপ বেড়েছে। এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে