আহলে বাইতে রাসুল (সাঃ) এর স্মরণে খাইরিয়া দরবার শরীফে ৫তম শাহাদাতে কারবালা মাহফিল 

আহলে বাইতে রাসুল (সাঃ) এর স্মরণে হাটহাজারী ধলই ইউনিয়নের সফি নগর হিম্মত চৌধুরী বাড়ি সম্মুখে খাইরিয়া দরবার শরীফ প্রাঙ্গণে ৫তম শাহাদাতে কারবালা মাহফিল ৪ঠা জুলাই (শুক্রবার) ২০২৫ , অনুষ্ঠিত হয়। আনজ্জুমানে মুহিব্বানে হযরত শাহ্ ধন মিয়া ও হযরত খাইরুজ্জামান মাইজভান্ডারী (র) এর ব্যবস্থাপনায়, মাহফিল উদযাপন পরিষদ সভাপতি, এইচ, এম, জসিম উদ্দিন জিকু`র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নায়েবে সাজ্জাদানশীল শফিনগর গাউছিয়া খাইরিয়া দরবার শরীফ, শাহজাদা মোঃ নিজাম উদ্দিন মাইজভান্ডারী। প্রধান বক্তা হিসেবে  আলোচনা পেশ করেন, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ওমর ফারুক নঈমী (ম.জি.আ.)।

হাফেজ মাওলানা আতাউর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন , মাওলানা মুহাম্মদ আলি মর্তুজা নিজামি, হাফেজ মুহাম্মদ মনির উদ্দিন, মাওলানা মোঃ ইউসুফ জালালী। উপস্থিত ছিলেন,মোঃ আবদুল মুনাফ, খাইরিয়া দরবার শরীফ কেন্দ্রীয় কমিটি সভাপতি মোঃ মহিউদ্দিন,আলহাজ্ব সাব্বির আহমেদ, মোঃ মহিউদ্দিন, মোঃ উল্লাহ, মাসুদ, জয়নাল সহ গণ্যমান্য ব্যক্তি ও আলেমগণ। পরিশেষে দোয়া , তাবারক ও জিকিরে ছেমা পরিবেশন এর মধ্য দিয়ে কার্যক্রম শেষ হয় ।

প্রেস বিজ্ঞপ্তি: