চট্টগ্রামে বিএনপির প্রার্থীকে গুলির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-বায়েজিদ) আসনের বিএনপির প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ’র উপর গুলি চালানো ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে পাঁচলাইশ ও বায়েজিদ থানা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই কর্মসূচী পালন করে। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

মিছিলটি নগরের বায়েজিদ থানার পলিটেকনিক মোড় থেকে শুরু হয়ে দুই নম্বর গেইট, জিইসি মোড়, বিপ্লব উদ্যান প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। যুবদল নেতা আলতাফ হোসেনের পরিচালনায় এতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম সাইফ, ৪৩ নম্বর আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোমিন, যুবদল নেতা মোঃ হেলাল, মো. মাসুদ, বেলাল হোসেন হামজা, মো. রানা প্রমুখ।

বক্তারা বলেন, অবিলম্বে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ’র উপর গুলিবর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। যারা নির্বাচনের আগে প্রার্থীকে গুলি করে ও হত্যা করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সেইসাথে সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।
এর আগে গতকাল সন্ধ্যায় নগরের বায়েজিদ থানাধীন চালিতাতলী খন্দকার পাড়া এলাকায় গণসংযোগ চলাকালে চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে লক্ষ্য করে ঠিক তার পেছন থেকে গুলি করা হয়। এসময় গুলিতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সরওয়ার বাবলার মৃত্যু হয়। পায়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন এরশাদ উল্লাহ।