ঝুট ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন দাবি করে হাসমত আলীর প্রতিবাদ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বাসিন্দা মো. হাসমত আলীর বিরুদ্ধে সম্প্রতি একটি সংবাদমাধ্যমে প্রচারিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

 

একটি লিখিত প্রতিবাদ বিবৃতিতে হাসমত আলী বলেন, “আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে, তার কোনো ভিত্তি নেই। আমি কখনো অবৈধ ঝুট ব্যবসা, কাপড় পাচার বা চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলাম না। রাজনৈতিকভাবে আমাকে হেয় করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে।”

 

তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে জনগণের সেবা করে আসছি। ব্যবসায়ী হিসেবে সব সময় আইন মেনে চলেছি। এলাকায় মসজিদ, ফোরকানিয়া মাদ্রাসাসহ একাধিক প্রতিষ্ঠান আমার হাতে তৈরি করেছি। এলাকায় উন্নয়নমূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করায় একটি স্বার্থান্বেষী চক্র আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য সরবরাহ করছে।”

 

হাসমত আলী দাবি করেন, “আমি কোনো পোশাক কারখানার ঝুট ব্যবসার সঙ্গে যুক্ত নই, ফুটপাত দখলের অভিযোগও মিথ্যা। এসব অভিযোগের কোনো প্রমাণ কেউ দিতে পারবে না।”

 

তিনি সংবাদমাধ্যমের কাছে অনুরোধ জানিয়েছেন, “আমার বক্তব্য প্রকাশের মাধ্যমে সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরার এবং ভবিষ্যতে যাচাই না করে আমার সম্পর্কে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার আহ্বান জানাচ্ছি।”

 

প্রতিবাদ বিবৃতিতে তিনি শেষে বলেন, “আমি আইন ও প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা রাখি। প্রয়োজনে আইনি ব্যবস্থা নিয়ে এই মিথ্যা অপপ্রচারের জবাব দেব।”