নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের নবীন বরণ অনুষ্ঠান ‘তারুণ্যের নবযাত্রা’ অনুষ্ঠিত

মাহমুদা নাঈমা ; জাককানইবি প্রতিনিধি:

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (নজরুল বিশ্ববিদ্যালয়) সাংবাদিক ফোরামের আয়োজনে ও ক্যাম্পাস সাংবাদিকতায় আগ্রহীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হলো নতুন সদস্য বরণ অনুষ্ঠান ‘তারুণ্যের নবযাত্রা’।

 

শনিবার (০৬ ডিসেম্বর ) বিকালে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এটি আয়োজিত হয়।নজরুল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত হয় কুইজ, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক পরিবেশনা।

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল বাবু, সাধারণ সম্পাদক আবু ইসহাক অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবন মণ্ডল, অর্থ সম্পাদক হৃদয় আহমেদ এবং দপ্তর ও প্রচার সম্পাদক অনিরুদ্ধ সাজ্জাদ। এছাড়া অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের কার্যনির্বাহী সদস্য মুসতারিন রহমান স্নিগ্ধা।

 

অনুষ্ঠানের আলোচনায় সভাপতি শাকিল বাবু বলেন, “বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার লক্ষ্যে আমরা একযোগে কাজ করে যাবো। সাংবাদিকতায় শেখার অনেক কিছু রয়েছে, যা আমাদের ব্যক্তিগত ও পেশাদার জীবনে গুরত্বপূর্ণ ভুমিকা পালন করবে।”

 

সাধারণ সম্পাদক আবু ইসহাক অনিক বলেন, “সাংবাদিকতা এমন একটা পেশা, যেখানে অনেক বাঁধার সম্মুখীন হতে হয়, অনেকের সমালোচনা শুনতে হয়। সকল বাঁধা বিপত্তি পেরিয়ে সবার সামনে তুলে ধরতে হয়। নতুনরাও ঘটনা যাচাই করে সত্য তুলে আনার কাজ নিষ্ঠার সাথে পালন করবে এই প্রত্যাশা রাখি।”

 

প্রাসঙ্গিকভাবে,সাংবাদিক সংগঠন হিসেবে নবীন সদস্যদের পর্যবেক্ষণ ক্ষমতা যাচাই করতে অনুষ্ঠানটিতে কুইজ পর্ব রাখা হয়। এছাড়াও উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে বরণ করে নেয়া হয় নতুন সদস্যদের।

 

অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত করে তুলতে সঙ্গীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী ত্রিত্ব ঘাঘরা, সাফকাত ইসলাম শিহাব, বিপ্র ঘোষ ও অরূপ চৌধুরি রুদ্র।