দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনে কাজ করব: আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী ও নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন৷

এসময় তার কাছ বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন মনোনয়নপত্র গ্রহণ করেন৷ পরে নেতাকর্মীরা তাকে ঘিরে উচ্ছাস প্রকাশ করেন৷ ধানের শীষের বিজয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আশা ব্যক্ত করেন আবু সুফিয়ান৷

এসময় আবু সুফিয়ান বলেন, আমি নির্বাচিত হলে জনগণের সেবা করাটাই আমার অন্যতম ঈমানী দায়িত্ব হবে৷ জনগণের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে আমি সদা সচেষ্ট থাকব। এছাড়াও সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত এলাকা গঠনে আমি বিশেষ ভূমিকা রাখতে চাই। এই আসনে নগরের উল্লেখযোগ্য সংখ্যক ওয়ার্ড অন্তর্ভুক্ত রয়েছে৷ আমি এলাকার মানুষের দু:খগুলো দূর করতে চাই। বিশেষ করে বাকলিয়া এলাকার মানুষের দূর্ভোগ দূর করা আমার অন্যতম কাজ হবে। এছাড়াও বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা ও শিক্ষা, স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন, ট্রাফিকিং, ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করাই হবে আমার অন্যতম কাজ৷

তিনি আরও বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে জনগণ যে প্রত্যাশা করে সেটি পূরণই হবে আমার অন্যতম লক্ষ্য। অতীতে যারা জোর করে ক্ষমতা দখল করে উন্নয়ন নয়, জনগণের ভাগ্য বদল নয়, বরং নিজেদের পকেট ভরাতে ব্যস্ত ছিল সেটি আর হতে দেবো না। দুর্নীতিমুক্ত,  বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনে কাজ করব।

তিনি আরও বলেন, আমি মনে করি চট্টগ্রাম-৮ পুরো আসনটাই আমার হাতের মুঠোয়৷ এখানে আগে প্রার্থী না হলেও পূর্বের নির্বাচনে বিএনপি’র প্রার্থীর প্রধান নির্বাচনী সমন্বয়ক হিসেবে কাজ করেছি। প্রত্যেকটা ওয়ার্ড আমার চেনা-জানা। মানুষগুলোর সাথে আমার হৃদয়ের সম্পর্ক৷ বিএনপির সকল কর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং ধানের শীষের বিজয় নিয়ে তারা ঘরে ফিরবে।

এদিকে শেষদিন সোমবার চট্টগ্রাম- ১১ আসনে বিএনপি’র প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতের শহীদুল আলম, চট্টগ্রাম-১০ আসনে বিএনপির সাঈদ আল নোমান, জামায়াতের শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের ডা. ফজলুল হক, চট্টগ্রাম-৮ আসনে বিএনপির এরশাদ উল্লাহ, জামায়াতের ডা. আবু নাসের মনোনয়নপত্র দাখিল করেছেন।