খালেদা জিয়ার ইন্তেকালে সাবেক ছাত্রদল নেতা সাইফের খতমে কোরআন ও দোয়া মাহফিল

আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসম্পাদক সাইফুল ইসলাম সাইফ৷

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাদ মাগরিব নগরের নাসিরাবাদের রুবি গেইটে এই খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়৷ এতে সহস্রাধিক বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন৷

আয়োজক সাবেক মহানগর ছাত্রদলের সাবেক সহসম্পাদক ও পুলিশের গুলিতে পা হারানো সাইফুল ইসলাম সাইফ জানান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনীতি, নেতৃত্বের জন্য এক বিরাট সংকট। এই অপূরণীয় ক্ষতি আমাদের জাতিকে বহুকাল ভোগাবে৷ আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি ছিলেন, সুশাসন, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী৷ দেশের প্রশ্নে কখনও আপোষ করেননি। তিনি আরও বলেন, যতোদিন বাংলাদেশ নামক রাষ্ট্র থাকবে ততোদিন বেগম খালেদা জিয়া এদেশের মুক্তিকামী জনগণের হৃদয়ে গেঁথে থাকবে।

এতে খতমে কোরআন, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাইজপাড়া শাহী জামে মসজিদের খতিব শাহাদাত হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সহ-প্রকাশনা সম্পাদক আব্দুল হাই, ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল গণি, যুবদল নেতা হেলাল উদ্দিন, মো. মাসুদ, মো. আলতাফ হোসেন, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল মান্নান, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সৈয়দ সাহাদাত হোসেন, পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মোঃ শাহিন, পাঁচলাইশ থানা ছাত্রদলের সংগঠক মো. ফাহিম, ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মাহিদুল ইসলাম নাহিদ, মো. শামীম৷