
নিজস্ব প্রতিবেদক :
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষা-২০২৫ এ চট্টগ্রাম মহানগরীতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে চিটাগাং আইডিয়াল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মেহজাবিন নুর কাইনাত রোল: (CM ২৬৬৮)।
আল-আমিন সংঘের আয়োজনে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করায় তাকে ল্যাপটপ বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে। আয়োজিত এই বৃত্তি পরীক্ষার পরিচালক জহির উদ্দিন মজুমদার এবং আল-আমিন সংঘের চেয়ারম্যানের পক্ষ থেকে এই কৃতী শিক্ষার্থীকে অভিনন্দন জানানোর পাশাপাশি তারা উল্লেখ করেন বহুমুখী বিষয়ে এমন পারদর্শিতা প্রমাণ করে যে মেহজাবিন অত্যন্ত প্রতিভাবান একজন শিক্ষার্থী, তারা এই শিক্ষার্থীর ভবিষ্যতে আরো সাফল্য কামনা করেন।
মেহজাবিনের এই সাফল্যে তার পরিবারে আনন্দের বন্যা বইছে। বিশেষ করে,তার বাবা-মায়ের সঠিক দিকনির্দেশনা এবং মেহজাবিনের নিরলস পরিশ্রমই তাকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে,এই ফলাফল কেবল একটি বৃত্তি নয়,বরং ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে এটি তার প্রথম পদক্ষেপ বলে জানিয়েছেন এই শিক্ষার্থীর অভিভাবকগন।
উল্লেখ্য এই বৃত্তি পরীক্ষায় চট্টগ্রাম মেট্রো,চট্টগ্রাম দক্ষিণ,বান্দরবান পার্বত্য জেলা ও কক্সবাজার জেলার অসংখ্য শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনী ও কর্ম—এই ভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের মেধা যাচাই করা হয়,প্রতিটি বিষয়েই অসাধারণ দক্ষতা দেখিয়ে মেহজাবিন সেরাদের সেরা হওয়ার গৌরব অর্জন করেছে।











