সীতাকুণ্ডে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক

সীতাকুণ্ডের ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর নিবার্চন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) মহানগর মীর সিরাজুল দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-৪ আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক  আনোয়ার ছিদ্দিক চৌধুরী।

এসময় তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রগুলোতে যেন ভোটারেরা শান্তিপূর্নভাবে ভোট দিতে পারেন সেজন্য জামায়াত কর্মীদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর ইঞ্জিনিয়ার মো: আবদুর রহমান।

আনোয়ার ছিদ্দিক চৌধুরী ছাড়াও এতে আরো বক্তব্য রাখেন এপিপি এডভোকেট হোসাইন মোহাম্মদ আশরাফ উদ্দীন, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মো : সাইফুদ্দীনসহ স্থানীয় নেতৃবৃন্দ৷