
নিজস্ব প্রতিনিধিঃ সন্দ্বীপে ডঃ এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি সংসদ এর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শহিদ মিনারে পুষ্পমালা অর্পণ ও আলোচনা সভা করেন। সোমবার ২১শে ফেব্রুয়ারী সকাল ৯ :০১ মিনিটে ভাষা শহিদদের স্বরণে শহিদ মিনারে পুষ্পমালা অর্পণ করেন । সামাজিক, সাংস্কৃতিক ও অরাজনৈতিক সংগঠন ডঃ এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি সংসদ’র ভাষা শহিদদের স্বরণে শহিদ মিনারে পুষ্পমালা অর্পণ কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম, ডঃ এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি সংসদ সন্দ্বীপ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের সন্দ্বীপ উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক মোঃ বেলাল উদ্দীন, ডঃ এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি সংসদ সন্দ্বীপ এর সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দীন সহ সংগঠন এর সকল উপদেষ্টা সদস্য ও সাধারণ সদস্য বৃন্দরা।
এসময় উপস্থিত বক্তারা বলেন আজ অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস । তৎকালীন (১৯৫২) সালে পাকিস্থানের শাসকেরা আইন জারি করলো। উর্দু হবে রাষ্ট্রভাষা, বাংলা দাও ছাড়ি। বাংলাদেশের সোনার ছেলেরা ভাষা শহীদের দল। জীবন দিয়ে এনে দিলো বাংলা ভাষার ফল। তাই আজকের এই দিনে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী। আমরা কি এই জীবনে তা কখনো ভুলতে পারি? বাংলাদেশে বসবাসকারী জনগোষ্ঠীর জাতীয় জীবনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব অপরিসীম। একুশ মানেই হলো পরাশক্তির কাছে মাথা নত না করা। একুশ হল মায়ের ভাষায় কথা বলার জন্য রাজপথে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে আন্দোলনরত মুখরিত একটি দিন। রক্তেস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। এদিনে সালাম ,বরকত, রফিক জব্বার সহ অনেকে আত্মহুতী দিয়েছিলেন। এজন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের । ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রক্তের দামে অর্জিত মাতৃভাষা বাংলার সম্মান অটুট রাখার জন্য শুদ্ধ সাহিত্য চর্চার সর্বাত্মক প্রয়াসে ব্রতী বন্ধুদের সহ দেশের আপামর জনতার উপর মহান সৃষ্টিকর্তা ও পালনকর্তার দয়া ও করুণায় অপরিসীম শান্তি বর্ষিত হোক! সবার ধৈর্য্য, আন্তরিকতা, সহমর্মিতা, পরস্পর সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বন্ধন এবং সম্মিলিত সৎ কর্ম প্রচেষ্টায় সার্বিক উন্নয়ন ত্বরাহ্নিত হয়ে আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ ফুলে, ফসলে, সম্পদ, ঐশ্বর্য্যে ভরে উঠুক। বাঙ্গালী জাতী আজ শ্রদ্ধাভরে সেই সব শহীদদের স্মরণ করছে। দিবসটি শুধু বাঙালীর নয় পৃথিবীর সব ভাষাভাষী মানুষের ।পৃথিবীর কয়েক হাজার ভাষাভাষী মানুষ ও দিনটি শ্রদ্ধাভরে পালন করছেন। আজকের এই আয়োজিত সংগঠন, ডঃ এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি সংসদ সন্দ্বীপ উপজেলার পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।