
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের টেপিরকোনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আঃ মোতালেব মিয়া ৩ ছেলে ৪ মেয়ে রেখে ১৫ বছর আগে মৃত্যু বরন করেন। তার রেখে যাওয়া সরকারের চিরস্থায়ী বন্দোবস্তের বর্তমান রেকর্ড ভুক্ত দখলীয় ভূমি দখল ছেড়ে, গোরস্তানের নামে জায়গা দিতে হবে বলে, জোর পূর্বক উচ্ছেদ করে, মিলন মিয়া দখল করার পায়তারা করছে বলে, অভিযোগ তুলেছে মুক্তিযোদ্ধা পরিবার । সরজমিনে দেখা গেছে উত্তর দৌলতপুর মৌজা যার জে, এল নং ২১, খতিয়ান নং ৫৬ এর ৯০ দাগের লায়েক পতিত ২৭ শতাংশ ভূমি এবং ৯৩/৯৪ দাগে ১ একর ৫০ শতাংশ ভূমি কবুলিয়ত দলিল মূলে মালিকানা হিসেবে মৃত বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব মিয়ার ছেলে, মোঃ রতন মিয়া, মোঃ মানিক মিয়া, মোঃ আলী বুক দখল করে আসলেও গ্রামের প্রভাবশালী মৃত আঃ হেকিম এর ছেলে মোঃ মিলন মিয়া ও রোকন মিয়ার লোক জন বাবুল মিয়া,বকুল মিয়া,আমিন আলী, মনির উদ্দিন সহ মুক্তিযুদ্ধা পরিবারকে প্রভাবশালী মিলন মিয়া প্রায়ই হুমকি দিচ্ছে যে, জমির দখল না ছাড়লে তাদের উপর হামলা মামলা ও প্রাণ নাসের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছে মুক্তিযোদ্ধা পরিবার । এবং তাদের উপর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও নিরাপত্তার দাবী জানাচ্ছেন।