আস্থাভোজন -হাফিজুর রহমান

আস্থাভোজন
হাফিজুর রহমান
খুলে ফেলো তোমার সেজে থাকা ভদ্র-মানুষের খোসা
মুক্ত হোক দুরাচারী দেহ, ভিজতে দাও ঘৃণার থুথুই
হতে পারে এতেও পবিত্র জলে – পুণ্যস্নান।
ঐ দেহকে আড়ালে রাখা বস্ত্রের মতো প্রিয়জনগুলো
ফায়দা লুটে নিতে চায়, দুষ্কর্মের অংশীদারিত্ব না-নিয়েই!
ওরা জঘন্য, আপন রক্ত চুষে খাওয়া জল্লাদ।
প্রত্যেকটি মানুষের হাত, পা, মুখ, নাক, চোখেই বিশ্বস্ত!
সুস্থ মস্তিস্কের অনুগত অঙ্গ প্রতঙ্গের বাইরে লাজুক বিশ্বাস
স্বার্থের পেটে শ্বাস নেয় নানান প্রতিকূলতায়।
পৃথিবী নামক নাট্যমঞ্চে, আসলে কেউ কারও নয়——
হাফিজুর রহমান
হাতীবান্ধা, লালমনিরহাট