“সামাজিক অসংগতি আননের নাটকের প্রধান উপজিব্য” আনন জামান জন্ম উৎসবে বক্তাগন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক নাট্যকার আনন জামানের ৪৫ তম জয়ন্তী উপলক্ষে বিগত ১২ অক্টোবর’২৩ সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত শুভেচ্ছা আলাপনে বক্তাগন বলেন: “আনন জামান বাংলা নাটকের রচনাশৈলী সুসংঙ্গবদ্ধ করতে ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সামাজিক অসংগতি আননের নাটকের প্রধান উপজিব্য”।

গ্রুপ থিয়েটার নাট্যাধার এর ১ম প্রযোজনা “শিখণ্ডী কথা” নাটকের রচয়িতা আনন জামান। ৩০ অক্টোবর ২০০৬ সালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়নে দীর্ঘ ৯ মাসের মহড়া শেষে নাটকটি উদ্বোধনী মঞ্চায়ন করেছিল নাট্যাধার। বিগত ১২ অক্টোবর’২৩ নাটকটির ৭৯ তম প্রদর্শনী সম্পন্ন হয়েছে। নাট্য প্রদর্শনীর পূর্বে মিলনায়তনে শিখণ্ডী কথা নাটকের নাট্যকার আনন জামানের জন্মদিন উপলক্ষে এক শুভেচ্ছা আলাপন অনুষ্ঠিত হয়। নাট্যকার আনন জামানের উপস্থিতি উক্ত শুভেচ্ছা আলাপনে “আনন জামানের নাটক: বিষয় ও চরিত্রায়ন” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা আফরিন রূপা।

নাট্যাধার সমন্বয়ক নাট্যনির্দেশক মাশরুজ্জামান মুকুট এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত শুভেচ্ছা আলাপনে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নাট্যকার ও গণমাধ্যম ব্যক্তিত্ব প্রদীপ দেওয়ানজী এবং অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া, নাট্যকলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
নাট্যাধারকর্মি আবৃত্তি শিল্পী দেবাশীষ রুদ্র’র সঞ্চালনায় অনুষ্ঠিত শুভেচ্ছা আলাপন পর্বের শুরুতে নাট্যকার আনন জামানকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক তুলে দেন যথাক্রমে নাট্যাধারকর্মি হারুন অর রশীদ ও ফৌজিয়া নিজাম তামান্না।

অনুষ্ঠানে নাট্যকার আনন জামান তার অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে বলেন : “জন্ম উৎসব শিরনামে নাট্যাধার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের জন্য আমি নাট্যাধার পরিবারের কাছে কৃতজ্ঞ। আরো কৃতজ্ঞ যে আমার নাটকের বিষয় ও চরিত্রায়ন নিয়ে একটি গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপনের উদ্যোগ নিয়েছে। সেই সাথে পরম আনন্দের বিষয় হচ্ছে আজই নাট্যাধর আমার রচিত ও মোস্তফা কামাল যাত্রা নির্দেশিত নাটক “শিখণ্ডী কথা” নাটকের ৭৯ তম প্রদর্শনী মঞ্চায়ন করবে। নাট্যাধারের কাছে প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে যাতে নাটকটির শততম মঞ্চায়ন সম্পন্ন করে।”

শুভেচ্ছা আলাপন পর্ব শেষে পরিবেশিত নাটক “শিখণ্ডী কথা” এর ৭৯ তম প্রদর্শনীতে অভিনয় করেন মোস্তফা কামাল যাত্রা, মোহাম্মদ নাছির, নাদিরা সুলতানা হেলেন, মান্না জাকির তমাল, সুপ্রিয়া চৌধুরী, আশিক আরেফিন, মোহাম্মদ রাসেল, মুক্তা বিশ্বাস, পাপিয়া দাশ জয়া, শ্রী রুবেল চৌধুরী, রূপা আক্তার, মোহাম্মদ রায়হান, সাদেক কাসিফ, মাহমুদ, ফজলে রাব্বি, জসীম উদ্দীন আহমেদ, নজরুল ইসলাম তুহিন, মোহাম্মদ সুলতান প্রমুখ।

নাটকটির সম্পাদনা, সংগীত পরিচালনা ও সহ নির্দেশক ছিলেন জামাল হোসাইন মঞ্জু, আবহ পরিকল্পক জান্নাতুল পিংকি, আলোক পরিকল্পক মুরাদ হাসান, দ্রব্য সম্ভার পরিকল্পক মোহাম্মদ সুলতান, পোষাক পরিকল্পক হারুন অর রশীদ এবং রূপসজ্জা পরিকল্পক শাহীন চৌধুরী।