
দোয়ারাবজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ আশ্রয়ান প্রকল্প ২ আওতায় সারাদেশের ন্যায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর ও জমি হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে আনুষ্ঠানিক ভাবে উপজেলার ১২৫ টি গৃহহীন পরিবারকে ঘর ও জমি হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে ঘর ও জমি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন। দোয়ারাবাজার উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের, পরিচালনায় ঘর ও জমি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, উপজেলা প্রকৌশলী রাশেদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকতা আম্বিয়া আহমদ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর. সুরমা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক, বীর মুক্তিযোদ্ধা উপজেলা সাবেক কমান্ডার সফর আলী,বাংলাবাজার ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোসেন, দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম, প্রমুখ।