সীতাকুণ্ডে লরির চাপায় প্রাণগেল এক নারীর

ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড : চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় রিংকু ফারুকী (৩৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড বাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি বাড়বকুণ্ড এলাকার রোকন চক্রবর্তীর স্ত্রী। জানা যায়, বাড়বকুণ্ড বাজার এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন রিংকু ফারুকী। এ সময় একটি লরি ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নূরউদ্দিন রাশেদ বলেন হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়। বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুল হক জানান , গাড়ির চাপায় এক নারীর মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেছে। আমাদের টিম ঘটনাস্থলে রয়েছে।